পিরোজপুরে ২টি হরিণ উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুইটি হরিণ উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 10:50 AM
Updated : 27 May 2021, 10:50 AM

বৃহস্পতিবার সকালে এই দুটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ার পর উদ্ধার করা হয় বলে মঠবড়িয়া থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান।

ওসি নুরুল ইসলাম বলেন, সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মাঠে হরিণ একটি দেখতে পায় এলাকাবাসী। পরে একটিকে ধাওয়া করে স্থানীয়রা আটক করে।

“আবার বেতমোড় ইউনিয়নের উলুবুনিয়া গ্রামেও আরেকটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা ধাওয়া করে আটক করে।”

শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসের কারণে হরিণ দুটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। হরিণ দুটিকে চিকিৎসা দিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

বগি ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তার মো. হাবিবুর রহমান জানান, হরিণ দুটিকে বনবিভাগ গ্রহণ করেছে।

ওসি নুরুল ইসলাম বলেন, “আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটস্থলে গিয়ে হরিণগুলো সুন্দরবন পূর্ব বনবিভাগের কাছে হস্তান্তর করেছি। তারা হরিণ দুটিকে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করে দেওয়ার কথা জানিয়েছেন।”