নোয়াখালীতে জোয়ারে ভেসে গেছে এক শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের তোড়ে সাত বছর বয়সী এক শিশু ভেসে গেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2021, 06:22 PM
Updated : 26 May 2021, 06:51 PM

বুধবার বিকালে জোয়ারে হাতিয়ার সুখচরইউনিয়নের চর আমানউল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিমা আক্তার (৭) সুখচর ইউনিয়নের চর আমানউল্লা গ্রামের যোবায়ের হোসেন জগলুর মেয়ে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, বুধবার দুপুরের দিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ার সুখচর, নিঝুম দ্বীপ, চর ঈশ্বর, সোনাদিয়া, জাহাজমারা, নলচিরা, হরনী, চানন্দি সহ মেঘনা এবং বঙ্গোপসাগর উপকূলে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট উচ্চতায় জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে।

“মেঘনা নদীর পাশেই লিমাদের বাড়ি। বিকেলে ভাটার সময় বেড়ি বাঁধের ভাঙা অংশ দিয়ে স্রোতের তোড়ে সে নিমেষেই হারিয়ে যায়।

“এরপর থেকে স্থানীয় লোকজনসহ নৌ পুলিশ ও কোস্টগার্ডের টহল টিম রাত ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি।”

ভাটার সময় তীব্র স্রোতে শিশুটিকে নদীতে নিয়ে গেছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।