জলোচ্ছ্বাসে ডুবেছে বাগেরহাটের ২ হাজার মাছের ঘের

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে বাগেরহাটে প্রায় দুই হাজার মাছের ঘের ভেসে গেছে। এতে মাছ চাষিদের কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2021, 04:47 PM
Updated : 26 May 2021, 04:47 PM

বুধবার দুপুরের এই জলোচ্ছ্বাসে জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়।

মৎস্য বিভাগ জানিয়েছে, জেলায় ৬৭ হাজার মাছের ঘের রয়েছে। চলতি অর্থবছরের ৩৩ হাজার মেট্রিকটন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল।

বাগেরহাটের বিভাগীয় মৎস্য কর্মকর্তা (ডিএফও) এ এস এম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা এই চার উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এক হাজার ৮৭১টি মাছের ঘের প্লাবিত হয়েছে।

এর মধ্যে রয়েছে রামপালে  ৯১৭টি, মোংলায় ৬৮৫টি, মোরেলগঞ্জে ১২৫টি এবং শরণখোলা উপজেলায় ১৪৪টি।

এতে মাছ চাষিদের এক কোটি ৫৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন এই মৎস্য কর্মকর্তা।

তিনি আরও বলেন, পূর্ণিমার কারণে রাতের জোয়ারের পানির চাপও আরও বেশি হতে পারে। তাই নতুন করে আরও মাছের ঘের ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।