ফেনীতে জোয়ারের পানিতে ডুবে জেলের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে যাওয়ার আট ঘণ্টা পর এক জেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2021, 12:47 PM
Updated : 26 May 2021, 12:47 PM

ছোট ফেনী নদীর বাহির চর এলাকা থেকে মঙ্গলবার রাতে হাদিউজ্জামানের লাশ উদ্ধার করা হয় বলে সোনাগাজী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জামিল আহমেদ জানান।

মৃত হাদিউজ্জামান (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার শেখ পাড়ার গাজী বাড়ির আবদুল বারী গাজীর ছেলে।

স্থানীয় চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, হাদিউজ্জামান দীর্ঘদিন ধরে সোনাগাজীতে অবস্থান করে নদী থেকে চিংড়ি পোনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মঙ্গলবার বিকালে চাচা জাহিদুল ইসলাম ও আবদুর রহিমের সঙ্গে ছোট ফেনী নদীতে চিংড়ির পোনা মাছ ধরতে যান তিনি।

“এ সময় ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে হাদিউজ্জামান ডুবে যান। বাকিরা সাঁতরে উপকূলে আসতে পারলেও হাদিউজ্জামানের খোঁজ পাওয়া যায়নি।”

পরে উদ্ধার অভিযান চালাতে ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জামিল বলেন, খবর পেয়ে হাদিউজ্জামানকে উদ্ধার করতে ছোট ফেনী নদীতে উদ্ধার অভিযান চালান তারা। নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে লাশ তাদের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে।