ঘূর্ণিঝড়: ভোলায় চর থেকে ৯০টি পরিবারকে সরানো হল

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ভোলার নদীবেষ্টিত চরাঞ্চল থেকে ৯০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 05:22 PM
Updated : 25 May 2021, 05:22 PM

মঙ্গলবার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়ন এবং চর কুকরীমূকরী ইউনিয়ন থেকে এসব মানুষকে সরিয়ে আনা হয়।

চরমানিকা আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার চিফ পেটি অফিসার জমির উদ্দিন জানান, তারা ঝুঁকি নিয়ে ঢালচর থেকে ৫০টি পরিবারকে উদ্ধার করে চর মানিকার কচ্ছপিয়া ঘাটে আনেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কোস্টগার্ড চরমানিকা আউট পোস্ট তাদের নিয়ে আসে।

সেখানে আসার পর উদ্ধার হওয়া মানুষরা তাদের স্বজনের বাড়িতে চলে যায় বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও চর কুকরীমূকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন চরপাতিলা থেকে ৪০ পরিবারকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন।
বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত ঢালচর ইউনিয়নটির দক্ষিণে সাগর এবং বাকি তিনদিকে মেঘনা ও বুড়িগৌরাঙ্গ নদী বেষ্টিত। নদী পথেই এ অঞ্চল থেকে যাতায়াত করতে হয়। মূল ভুখণ্ড দক্ষিণ আইচা, কচ্ছপিয়া থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। আর কুকরী মূকরীতে যেতে হয় চর কচ্চপিয়া থেকে জলপথে। কুকরী মুকরী থেকে উপজেলা সদরের দূরত্ব ৪৬ কিলোমিটার।