নেত্রকোণায় আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষে `আহত ৬০’

নেত্রকোণায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত ‘৬০ জন আহত’ হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 02:51 PM
Updated : 25 May 2021, 02:51 PM

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার থেকে প্রায় তিন ঘণ্টা ধরে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে বাট্টা চংনোয়াগাঁও গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ চলে বলে পুলিশ জানায়।

কেন্দুয়া থানার ওসি কাজি শাহনেওয়াজ জানান, সংঘর্ষে ৫০ থেকে ৬০ জন আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭৩ রাউন্ড শর্টগানের ফাঁকাগুলি এবং ৬ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে বলে জানান তিনি।

আহতের মধ্যে সুলেমান (৩০), বকুল মিয়া (২৫), শহিদুল্লাহ (৪২), আবুল কাশেস (৫২), মিরন (৩০), উসমান (৫০), আবুল (৫৫), তাহের উদ্দিন (৪০) এবং কাইয়ুমকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ওসি শাহনেওয়াজ ও স্থানীয়রা জানান, বাট্টা চংনোয়াগাঁও গ্রামে খাস খতিয়ানের জায়গা ‘চংনোয়াগাও গ্রাম উন্নয়ন সমিতি’র মাধ্যমে লিজ নিয়ে চাষাবাদ করা হয়ে আসছে। কিছুদিন ধরে এ সমিতিতে আধিপত্য বিস্তার এবং সমিতির টাকা নিয়ে চংনোয়াগাঁও গ্রামে সুরুজ খানের ছেলে মজনু মিয়া এবং আবুল বাশারের ছেলে মামুনুর রশিদের মাঝে বিরোধ চলছে।

এরেই জেরে মঙ্গলবার উভয় পক্ষের দুইশ'র মত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 

পরিস্থিতি বিবেচনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। কেন্দুয়া থানার, পার্শ্ববর্তী মদন থানার এবং নেত্রকোণা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ এসে যৌথভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণে নামে বলে জানান ওসি।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় পুলিশ।