নাটোরে প্রাচীন মূর্তি উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার চামটিয়া মাঠে পুকুর খনন করার সময় পাথরের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 09:49 AM
Updated : 25 May 2021, 09:49 AM

লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, উপজেলার চামটিয়া মাঠে হোমিও চিকিৎসক মোক্তার হোসেনের পুকুর থেকে মঙ্গলবার দুপুরে মূর্তিটি উদ্ধারের পর তা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন,“মোক্তার হোসেনের একটি পুকুর সংস্কারের জন্য মাটি খনন করা হচ্ছিল। এ সময় খনন যন্ত্রের সঙ্গে পাথরের একটি প্রাচীন মূতি উঠে আসে। কালো রংয়ের এবং নারীর অবয়বে তৈরি মূর্তিটি লম্বায় তিন ফুট, প্রস্থে দেড় ফুট, ওজন প্রায় ১৫০ কেজি।”

মূর্তিটি দামি পাথর দিয়ে তৈরি বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার বলেন, মূর্তিটি সম্পর্কে জানার জন্য বিশেষজ্ঞদের অবহিত করা হয়েছে। তারা পরীক্ষা করে বিস্তারিত জানাবেন।