বান্দরবানে দ্বিতীয় ডোজ টিকার অনিশ্চয়তায় ১৩২২ জন

বান্দরবানে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিতে অনিশ্চয়তায় পড়েছেন ১৩২২ জন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 09:25 AM
Updated : 25 May 2021, 09:25 AM

জেলার সিভিল সার্জন অংস্ইুপ্রু মারমা জানান, জেলায় মোট ১৮ হাজার দুইজন প্রথম ডোজ টিকা নিয়েছেন। তাদের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে বাকি আছেন এক হাজার ৩২২ জন। অন্যরা দ্বিতীয় ডোজ পেয়েছেন।

আগে দুই মাস পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কথা বলা হলেও এখন বলা হচ্ছে তিন মাসের মধ্যে দিলেও চলবে। সেই হিসেবে এই সময়ের মধ্যে টিকা পাওয়া গেলে প্রথম ডোজ নেওয়া অন্যরাও দ্বিতীয় ডোজ নিতে পারবেন বলে জানান সিভিল সার্জন।

তিনি বলেন, শিগগির এক হাজার ডোজ টিকা আসার কথা রয়েছে। যদি আসে তাহলে দ্বিতীয় ডোজ নেওয়া বাকি থাকবেন আর মাত্র ৩২২ জন।