লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 09:00 AM
Updated : 25 May 2021, 09:00 AM

আহত মিলন মিয়া (২৪) দূর্গাপুর এলাকার আজহার আলীর ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তৌহিদ বলেন, মঙ্গলবার গভীর রাতে মিলন ৭/৮ জন সহযোগীসহ গরু আনার জন্য দুর্গাপুর সীমান্ত এলাকায় প্রবেশ করে।

এ সময় ভারতের কোচবিহার জেলার ১০০ বিএসএফ ব্যাটালিয়নের পদ্মা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিলন গুলিবিদ্ধ হয়।

পরে মিলনের সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়।

তৌহিদ বলেন, এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানোর পর বেলা সাড়ে ১২টার দিকে দুর্গাপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।