গাজীপুরে এক কারখানা লে-অফ ঘোষণায় শ্রমিক অসন্তোষ

গাজীপুরের টঙ্গীতে এক পোশাক কারখানা লে-অফ ঘোষণার পর শ্রমিকরা অসন্তোষ দেখিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2021, 03:28 PM
Updated : 24 May 2021, 03:28 PM

সোমবার সকালে শুরু হয় শ্রমিক বিক্ষোভ। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

টঙ্গীর বিসিক শিল্প নগরীর ‘রেডিসন’ নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

টঙ্গী থানার ওসি জাবেদ মাসুদ জানান, ওই কারখানায় এক হাজার ৬৫০ জন শ্রমিক রয়েছে।

ঈদের ছুটির মধ্যে ২১ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা ফটকে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। ওই ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ মে ছাঁটাইকৃতদের পুনর্বহালের দাবিতে শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ করে দেয়।

এ নিয়ে রোববার টঙ্গীর পূর্ব থানা পুলিশ কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও সুরাহা হয়নি।

সোমবার কর্তৃপক্ষ শ্রম আইন ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করে। সকালে শ্রমিকরা কারখানা বন্ধ দেখে বিক্ষোভ শুরু করে।

এ সময় পুলিশ তাদের কারখানা এলাকা ত্যাগ করে চলে যেতে বললে বিক্ষুদ্ধ শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে ‘কারখানায় ভাংচুরের চেষ্ট চালায়’।

পরে পুলিশ ‘কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে’ তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ওসি।

কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।