চাঁপাইনবাগঞ্জে বজ্রপাতে চারজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের চারটি গ্রামে বজ্রপাতে তিন শিশুসহ চারজন মারা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2021, 12:40 PM
Updated : 24 May 2021, 12:40 PM

সোমবার দুপুর থেকে বিকালের মধ্যে সদর ও গোমস্তাপুর উপজেলার এ চার গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার হড়মা গ্রামের এনামুল হকের ছেলে রবিউল ইসলাম (২৬), সাবানিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল আমিন (১২), গোমস্তাপুর উপজেলার নসিমন্দিনগর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে শাহিদা খাতুন (১১) এবং হুজরাপুর গ্রামের বিপ্লব আলীর মেয়ে লিলি খাতুন খুশী (১০)।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম জানান, দুপুরে রবিউল ইসলাম অনুপনগর বিলে কৃষি কাজ করছিলেন এবং সাবানিয়া গ্রামের আল আমিন বৃষ্টির মধ্যে বাড়ির পাশের লিচু কুড়াচ্ছিলেন। ওই সময় বজ্রপাতে তারা মারা যান।

গোমস্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বিকালে নসিমন্দিনগর গ্রামের শাহিদা খাতুন এবং হুজরাপুর গ্রামের লিলি খাতুন খুশী বৃষ্টির তাদের নিজেদের বাড়ির কাছে আম কুড়াচ্ছিল। এ সময় বজ্রপাতে তারা মারা যায়।

নিহতদের পরিবারকে দাফনের জন্য সরকার নির্ধারিত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন দুই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।