দিনাজপুরে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2021, 10:09 AM
Updated : 24 May 2021, 10:09 AM

ক্যাম্পাসের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কের পাশে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় দেড়শ শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পাশাপাশি সব সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সশরীরে গ্রহণের দাবি জানান তারা। তাছাড়া সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা ও সেশন জট থেকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

করোনাভাইরাস মহামারী ঠেকাতে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। বিধিনিষেধ রয়েছে জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে।