কোভিড-১৯: দিনাজপুরে টিকা শেষের পথে

দিনাজপুরে করোনাভাইরাসের টিকার মজুদ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2021, 04:42 PM
Updated : 23 May 2021, 04:43 PM

জেলায় দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বাকি এখনও ৩৬ হাজারের বেশি।  

ইতিমধ্যে জেলার ১৩টি উপজেলার মধ্যে আটটিতে মজুদ শেষ হওয়ায় দ্বিতীয় ডোজ প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরসহ অপর পাঁচটি উপজেলায় চলমান থাকলেও আগামী দুই থেকে তিন দিনে তাও শেষ হয়ে যাবে। এরপর টিকার নতুন সরবরাহ না হলে দিনাজপুরে দ্বিতীয় ডোজ টিকা প্রদান বন্ধ থাকবে।

তিনি জানান, জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে এক লাখ ১১ হাজার ৬৯৭ জনকে। ২২ মে পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৫ হাজার ৩৯৫ জনকে।