মোংলা বন্দরে ট্যাংকারে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

মোংলা বন্দরে তেলের ট্যাংকারে আগুন লেগে ইঞ্জিন চালকের মৃত্যু হয়েছে।

খুলনা ও বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2021, 11:56 AM
Updated : 23 May 2021, 12:43 PM

রোববার দুপুরে পশুর নদীর মোংলা বন্দর এলাকার মেঘনা ডিপোর জেটিতে নোঙর করা ‘এমটিসি লিংক উৎসব’ নামক ওই তেলের ট্যাংকারে এ অগ্নিকাণ্ডে আরও একজন দগ্ধ হয়।

নিহত আলী ওরফে লাল মিয়া (৫২) ট্যাংকারের ইঞ্জিন চালক ছিলেন। তবে নিহতের ঠিকানা জানাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।

দগ্ধ মো. ইয়াছিন পাটোয়ারী (৫০) ফেনী ছাগলনাইয়া উপজেলার সুলতান আহমেদ পাটোয়ারীর ছেলে।

খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ফকর উদ্দিন বলেন, ‘এমটিসি লিংক উৎসব’ নামক ট্যাংকারটি মেঘনা ডিপোর জেটিতে ভেড়ার সময় আগুন লেগে দুই শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পথে ইঞ্জিনচালক আলী ওরফে লাল মিয়া মারা যান।

ইয়াছিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের তেলবাহী ওই জাহাজটি চট্টগ্রাম থেকে আসে। এটি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আমদানি করা সাড়ে ১৯ লাখ লিটার জ্বালানি বহন করে আনে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার ইউনিট সেখানে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ট্যাংকারে মাস্টারসহ ১৩ জন ছিলেন। দগ্ধ দুইজন বাদে অন্যরা অক্ষত রয়েছেন। অগ্নিকাণ্ডে তেলবাহী ট্যাংকারটির তেমন কোনো ক্ষতি হয়নি।