ফিলিস্তিনে নিহতদের স্মরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফিলিস্তিনে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীতে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2021, 07:24 PM
Updated : 21 May 2021, 07:24 PM

শুক্রবার জেলা শহরের কুসুমেশ্বরী শিব মন্দির প্রাঙ্গণে ঐক্য পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়।

সভার শুরুতে ফিলিস্তিনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা করা হয়।

জেলা ঐক্য পরিষদ সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহিম বাদল।

পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মলয় চাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে, শিক্ষাবিদ ও জন উদ্যোগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল, সঞ্জীব চন্দ বিল্টু. উদীচীর জাতীয় কমিটির সদস্য এ এস এম আবু হান্নান, ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল প্রমুখ।

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভা শেষে কেক কেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৩তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।