বুড়িমারী দিয়ে ভারতফেরত এক জনের করোনাভাইরাস শনাক্ত

লালমনিহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ভারত থেকে আসা এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2021, 03:12 PM
Updated : 21 May 2021, 03:12 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া পরীক্ষার ফলাফলে তার করোনাভাইরাস শনাক্ত হয়।

তবে তাদের শরীরে সংক্রমিত ভাইরাস ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা জানা যায়নি।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা. কে এম তানজির আলম জানান, ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল আজিজের মেয়ে আসমা আক্তার (৪১) পরিবারের ছয় সদস্যসহ চিকিৎসার জন্য ভারতের ভেলরে যান। সেখানে তিনিসহ চার জন চিকিৎসা নিয়ে গত ৭ মে বুড়িমারী স্থলবন্দর হয়ে দেশে ফিরে আসেন।

তানজির জানান, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ওই সময়ে দেশে আসা তিনিসহ ২৩ জনকে পাটগ্রামে রাজ প্লাজা আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়।

“গত ১৯ মে ২৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে আসমা আক্তারের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।”

বর্তমানে তাকে ওই আবাসিক হোটেলে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ২১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে তিনি জানান।

“তার দেহের করোনাভাইরাস ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা জানতে নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

তানজির আলম জানান, এর আগে এই সীমান্ত দিয়ে ভারতফেরত তিন বাংলাদেশি ছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।