দোহারে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

ঢাকার দোহারের এক গৃহবধূর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2021, 06:26 PM
Updated : 20 May 2021, 06:26 PM

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর থেকে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান।

গ্রেপ্তার সাইফুল ইসলাম দোহার উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি ফরিদপুর জেলার পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, ভুক্তভোগী গৃহবধূ প্রথমে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের ফেইসবুক পেইজে বিষয়টি জানান।

“সেখান থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়। মামলার পর কর্তৃপক্ষের নির্দেশে নিয়ম নীতি মেনে ফরিদপুর থেকে সাইফুলকে গ্রেপ্তার করে থানা হেফাজতে আনা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।”

গত বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে সাইফুলকে একমাত্র আসামি করে দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।