গাইবান্ধায় ঝড়ের মধ্যে কৃষকের মৃত্যু, আহত ৩

গাইবান্ধার সাঘাটায় ঝড়ের মধ্যে ছুটতে গিয়ে আছড়ে পড়ে এক কৃষক মারা গেছেন; গাছ চাপা পড়ে আহত হয়েছেন তিন জন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2021, 03:40 PM
Updated : 20 May 2021, 03:40 PM

উপজেলার কামালেরপাড়া ও ঘুড়িদহ ইউনিয়নে বৃহস্পতিবার বিকালে এই হতাহতের ঘটনা ঘটে।

মৃত আরমান আলী (৫৫) কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়াদিগর গ্রামের প্রয়াত সোমেদ আলীর ছেলে।

আহতরা হলেন ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের গীতা রাণী (৫৫) ও রেশমা বেগম (৩২) এবং হলদিয়া ইউনিয়নের চর দিঘলকান্দি গ্রামের জুলেখা বেগম (৪০)।

তাদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনের ইসলাম সাজু জানান, বিকাল সাড়ে ৩টার দিকে কৃষক আরমান আলী বাড়ির অদূরে নিজ পাট ক্ষেতে নিরানি দিচ্ছিলেনে।

“হটাৎ ঝড় শুরু হলে তিনি ভয়ে বাড়ির উদ্দেশে দৌড় দেন। পথে পড়ে গিয়ে তিনি মারা যান।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা আরিফুজ্জামান জানান, তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বাড়িতে গাছ চাপা পড়ে আহত হয়েছেন; মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।