মাগুরায় ভারতফেরত ৩ জনের করোনাভাইরাস শনাক্ত

মাগুরায় কোয়ারেন্টিনে থাকা প্রায় দুই সপ্তাহ আগে ভারতফেরত তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2021, 03:16 PM
Updated : 20 May 2021, 03:16 PM

বৃহস্পতিবার আসা নমুনা পরীক্ষার ফলাফরে তাদের করোনাভাইরাস শনাক্ত হয় বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

আক্রান্তদের মাগুরা সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান জানান, গত ৮ মে এবং ৯ মে রাতে ১০১ বাংলাদেশিকে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় মাগুরা স্বাস্থ্য বিভাগে হস্তান্তর করেছে। তাদের মধ্যে মাগুরাসহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন।

তিনি জানান, এদের মধ্যে নানা শরীরিক সমস্যার কারণে চার জনকে মাগুরা সদর হাসপাতাল ও ঢাকায় একটি হাসপাতাল পাঠানো হয়েছে।

“বাকি ৯৭ জনকে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ঢাকা রোডে সৈকত হোটেলে, হোটেল ঈগল ও ভায়না মোড়ে হোটেল মন্ডলে থাকার ব্যবস্থা করা হয়।”

ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, হোটেলে অস্থানরতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়, যাদের মধ্যে বৃহস্পতিবার ৬৭ জনের পরীক্ষার ফলাফল পওয়া গেছে।

২৫ থেকে ৫০ বছরের মধ্যে এই তিন আক্রান্তের মধ্যে পুরুষ দুই জনেএবং নারী এক জন। তাদের বাড়ি সাতক্ষীরা ও টাঙ্গাইল জেলায়।

তিনি জানান, আক্রান্তদের মাগুরা সদর হাসপাতালে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। বাকিদেরর পরীক্ষার ফলাফল দ্রুত পাওয়া যাবে।

তবে করোনা আক্রান্তদের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট আছে কি না তা জানতে আরো ৪০ থেকে ৭২ ঘণ্টা লাগবে বলে তিনি জানান।