পঞ্চগড়ে মরিচ ক্ষেতে মিলল গন্ধগোকুলের ছানা

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলের তিনটি ছানা উদ্ধার হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2021, 12:11 PM
Updated : 20 May 2021, 12:11 PM

বৃহস্পতিবার দুপুরে বনবিভাগের লোকজনের কাছে সেগুলো হস্তান্তর করেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা।

পঞ্চগড়ের সামাজিক বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র রায় বলেন, নিশাচর প্রাণী গন্ধগোকুল আমাদের দেশে বিলুপ্ত প্রজাতির প্রাণী। বন জঙ্গল কমে যাওয়ায় এগুলো এখন আগের মত দেখা যায় না।

উদ্ধার করা ছানাগুলোর প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে এগুলো অনেকটা সুস্থ আছে। প্রায় ১৫ থেকে ২০ দিন বয়সী এসব ছানাকে তাদের মায়ের সংস্পর্শে রাখতে হবে। যত দ্রুত সম্ভব ছানাগুলোকে একই এলাকায় অবমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফল ছাড়াও ছোট প্রাণী এবং তাল-খেজুরের রস খায় গন্ধগোকুল। এরা ইঁদুরসহ ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে থাকে। বর্তমানে এ প্রজাতি বাংলাদেশে সংরক্ষিত।

তেঁতুলিয়া উপজেলার দেবগনড় ইউনিয়নের ব্রহ্মতল এলাকার একটি মরিচ ক্ষেত থেকে

গত বুধবার বিকেলে স্থানীয় এক ছাত্রলীগ নেতা ছানাগুলো উদ্ধার করেন।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর আলম জানান, বিকেলে তাদের ক্ষেতে মরিচ তুলছিলেন কয়েকজন নারী। তারা ক্ষেতের এক গর্তে শরীরে কালো দাগ ওয়ালা ধূসর রঙের চারটি ‘বিড়ালের ছানা’ দেখতে পান।

ছানাগুলোর সাথে বড় আকৃতির একই ধরণের আরেকটি প্রাণীও ছিল। সেটি লোকজনের উপস্থিতি টের পেয়ে একটি ছানা নিয়ে পালিয়ে যায় বলেন তিনি।

এলাকার প্রবীণরা নুর আলম জানাতে পারেন এগুলো গন্ধগোকুল।

গর্তে থাকা বাকি তিনটি ছানা ‘খাদ্য সংকটে কিছুটা অসুস্থ ছিল’। অসুস্থ ছানাগুলো তিনি বাড়িতে নিয়ে গিয়ে খাবার দেন।

বিলুপ্ত প্রাণীর এ খবর ছড়িয়ে পড়লে তা দেখতে স্থানীয়রা তার বাড়িতে ভিড় জমায় বলেও জানান তিনি।