গাইবান্ধায় যমুনায় ডুবে তিন বোনের মৃত্যু

গাইবান্ধায় যমুনা নদীর পানিতে ডুবে তিন বোন মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2021, 02:30 PM
Updated : 18 May 2021, 02:30 PM

মঙ্গলবার দুপুরে সাঘাটা থানা ভবনের অদূরে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুর মহানগরের বাবুপাড়ার মো. সেলিম উল্যা হকের মেয়ে সারা হক প্রীতি (২০) ও সওদা হক ঋতু (১৮) এবং তাদের মামাত বোন একই এলাকার রানা মিয়ার মেয়ে অনামিকা সরোয়ার ওরফে ফাতেমা (১৮)।

সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, গত সোমবার তারা রংপুর থেকে বড় ভাই সাঘাটা উপজেলার উত্তর সাথালিয়া গ্রামের পার্থ মিয়ার বাড়িতে বেড়াতে আসেন।

মঙ্গলবার দুপুরে প্রীতি, ঋতু ও অনামিকা যমুনা নদী এলাকায় নৌকা নিয়ে ঘুরতে বের হন।

বেলা তিনটার দিকে তারা সাঘাটা থানা ভবনের অদুরে খেয়াঘাট এলাকায় নদীর তীরে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকেন। এ সময় হঠাৎ করে তাদের পায়ের নিচের বালি ধসে নদীর গভীর খাদে পড়ে তিনজনই নিখোঁজ হন।

পরে এক নৌকার মাঝি চিৎকারে লোকজন তাদেরকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সাঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে তিন বোনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।