গোপালগঞ্জে মাস্ক ছাড়া বের হলেই কোভিড-১৯ পরীক্ষা

গোপালগঞ্জে মাস্ক ছাড়া ঘর থেকে বের হলেই কোভিড-১৯ পরীক্ষা করাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এজন্য ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2021, 09:59 AM
Updated : 18 May 2021, 09:59 AM

গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

“মাস্ক ছাড়া বাইরে বের হলে করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার জন্য প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা আদায় করে নমূনা সংগ্রহ করা হয়েছে।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় মাস্কের ব্যবহার বেড়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, মঙ্গলবার শহরের চৌরঙ্গীসহ বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে স্বাস্থ্য বিভাগ সহযোগিতা করে।

তাছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই পথচারী ও দুই হোটেলকে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত সাত হাজার ৪০০ টাকা জরিমানা করেছে বলে তিনি জানান।