কিশোরগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে মারধর, যুবক কারাগারে

কিশোরগঞ্জের তাড়াইলে বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2021, 03:56 PM
Updated : 17 May 2021, 03:56 PM

সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার শরীফ মিয়া তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দর নগর কাটাদিঘীর পাড় এলাকার জানু মিয়ার ছেলে।

তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান জানান, সত্তরোর্ধ বয়োবৃদ্ধ জানু মিয়া স্ত্রী ও ছেলে শরীফের সাথে বসবাস করতেন।

“বখাটে প্রকৃতির শরীফ প্রায়ই টাকা-পয়সার জন্য বাবা-মায়ের সাথে খারাপ ব্যবহার করতেন।”

গত রবিবার বিকালে শরীফ টাকা চাইলে তার বাবা অক্ষমতা প্রকাশ করেন। এতে শরীফ খেপে গিয়ে তার বাবা জানু মিয়াকে এলোপাতারি কিল ও লাথি মারতে থাকে। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে ছেলে তার মাকেও মারধর করে বলেন তিনি।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাড়াইল থানায় জানু মিয়া অভিযোগ দেওয়ার পর রাতেই ছেলেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।