পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা: প্রধান আসামি শাহ আলমকে গ্রেপ্তার দেখানো হল

মাদারীপুরে পদ্মায় কাঁঠালবাড়ি ঘাটে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি শাহআলম মিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2021, 06:05 AM
Updated : 17 May 2021, 09:45 AM

স্পিডবোটের চালক শাহ আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন।

নৌপুলিশের কাঁঠালবাড়ি ঘাট ফাঁড়ির পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, শাহআলম রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পান। এরপর নৌপুলিশ তাকে গ্রেপ্তার করে শিবচর থানায় দেয়। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

গত ৩ মে কাঁঠালবাড়ি ঘাটে নোঙর করে রাখা বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। স্পিডবোটটি শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে আসছিল। সংঘর্ষের পর স্পিডবোট ডুবে যায়। সেখান থেকে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নৌপুলিশের এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় স্পিডবোটের চালক শাহ আলম, দুই মালিক চান্দু মিয়া, রেজাউল মিয়া ও ঘাটের ইজারাদার শাহ আলম খানের নামসহ অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

দুর্ঘটনার পর থেকে চালক শাহআলম অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: