মৌলভীবাজারে আগুনে পুড়ল ছয়তলা ভবন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অগ্নিকাণ্ডের এক ঘটনায় পুড়ে গেছে ছয়তলা একটি ভবন এবং চারটি দোকান।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2021, 04:16 AM
Updated : 17 May 2021, 04:39 AM

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনীতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

“বাজারের একটি ভাঙ্গারির দোকান থেকে আগুন লেগে পাশের জ্বালানি তেলের দোকানে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি তেলের ড্রাম ও কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন ওপরে উঠে পাশের ছয়তলা ভবনসহ আশপাশের দোকানে ছড়িয়ে যায়।”

খবর পেয়ে বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার থেকে ফয়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা জানান, তারা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।