নওগাঁয় শ্রমিক লীগ নেতার উপর হামলা

নওগাঁর আত্রাই উপজেলার শ্রমিক লীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 03:32 PM
Updated : 16 May 2021, 04:12 PM

রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এ হামলা হয়েছে।

আহত সরদার সোয়েব হোসেন (৪৫) আত্রাইয়ে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং ঠিকাদারি ব্যবসায়ী। উপজেলা সদরের সাহেবগঞ্জ গ্রামের খাঁজা মাস্টারের ছেলে তিনি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকারিয়া হোসেন বলেন, সরদার সোয়েবের চার হাত-পায়ের মধ্যে দুই হাত এবং বাম পায়ের অবস্থা খুব খারাপ। প্রায় এক পাউন্ডের মতো রক্তক্ষরণ হয়েছে। তিনি শংকামুক্ত নন।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলা নিউ মার্কেটে নিজের ঠিকাদারি অফিসে বসে সরদার সোয়েব কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে কুপিয়ে তার হাত-পায়ের রগ কেটে তাকে সেখানে ফেলে রেখে যায়।

বাজারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিকেলে ৩টার দিকে তাকে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতাপলে ভর্তি করা হয় বলে জানান তিনি।

ওসি বলেন, “অবস্থার উন্নতি না হওয়ায় সেয়েব হোসেনকে রাতে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওসি জানান, উপজেলা সদরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজারের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

“হাসপাতালে আহত অবস্থায় সরদার সোয়েব ঘটনার সাথে জড়িত যাদের নাম বলেছেন, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”

এ ঘটনায় সোয়েব হোসেনের স্ত্রী বাদী হয়ে রাতে থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছেন।