সাতক্ষীরা বারের সাবেক সভাপতি শাহ আলম গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 11:58 AM
Updated : 16 May 2021, 11:58 AM

রোববার পলাশপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শাহ আলম সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাত বার সভাপতির এবং সাত বার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, আইনজীবী শাহ আলমের বিরুদ্ধে ডিজাটাল নিরাপত্তা আইনে দুইটি মামলা হয়েছে। একটি মামলা করেছেন বর্তমান পিপি আব্দুল লতিফ। এ মামলাটি চলমান রয়েছে।

লিয়াকত হোসেন নামের এক শিক্ষানবীশ আইনজীবী রোববার অপর মামলাটি করেছেন। এ মামলায় শাহ আলম ছাড়াও আরও চারজন আইনজীবীকে আসামি করা হয়েছে। তারা হলেন সিরাজুল ইসলাম (৫), তারিক ইকবাল তপু, শাহেদুজ্জামান শাহেদ, ফুয়াদ হাবিব টিটো। এ মামলার তদন্তের ভার পুলিশ পরিদর্শক বিশ্বজিত রায়কে দেওয়া হয়েছে বলে জানান ওসি।