খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

খুলনা নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 11:06 AM
Updated : 16 May 2021, 11:06 AM

রোববার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রাবণী বেগম (৪০) নগরীর বাংলাদেশ ব্যাংক কলোনি সংলগ্ন করিমাবাদ সি কলোনিতে থাকতেন। তিনি কেডিএ অ্যাভিনিউয়ের শহিদুল ইসলামের মেয়ে।

টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংক কলোনি সংলগ্ন করিমাবাদ সি কলোনির বাসায় রান্না করছিলেন শ্রাবণী।

“গ্যাস সিরিন্ডারের লাইনে লিকেজ থাকায় আগুন ধরে শ্রাবণীর শরীরে ছড়িয়ে পড়ে।”

তিনি জানান, স্বজনরা তাকে টুটপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে খুলনা মডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যান। সেখানে চিকিৎসক করে তাকে মৃত ঘোষণা করেন।