সাতক্ষীরার সীমান্তে ৫২ ব্যাগ গলদা পোনা উদ্ধার, আটক ৩

সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্তে বিপুল পরিমাণ গলদা চিংড়ির পোনা ধরা পড়েছে, যেগুলো ‘ভারত’ থেকে চোরাই পথে এসেছে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 10:32 AM
Updated : 16 May 2021, 10:32 AM

এই ঘটনায় তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার উপজেলার রতনপুর সীমান্তে এই অভিযান চালানো হয় বলে থানার ওসি গোলাম মোস্তফা জানান।  

আটকরা হলেন আদর আলী, মিল্টন মন্ডল ও রবিউল ইসলাম।

ওসি গোলাম মোস্তফা জানান, গোপন খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ভোরে রতনপুর এলাকায় গিয়ে সদ্য কাকশিয়ালী নদী পার করে ‘ভারত’ থেকে আনা ৫২টি পলিব্যাগ ভরতি গলদা রেনুপোনা আটক করে।

সীমান্তের ওপার থেকে নদীপথে এই গলদা পোনা বাংলাদেশে আনা হয় এবং এগুলোর দাম ১০ লাখ টাকা বলে জানান তিনি।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। সেখানে আটক তিন চোরাকারবারির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

চোরাকারবারিদের ব্যবহৃতি একটি প্রাইভেটকার রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হয়; এছাড়া আটক গলদা পোনা কাকশিয়ালী নদীতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।