বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি

বাহরাইনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 10:05 AM
Updated : 16 May 2021, 10:05 AM

শনিবার বিকালে জাল্লাক মহাসড়কে বাহরাইন ইউনিভার্সিটির কাছে এই দুর্ঘটনা ঘটে বলে সেদেশ থেকে নিহতের ভাই জানিয়েছেন।

নিহত কে. এম. রুহুল রাব্বী (৪৮) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের প্রয়াত রকিব উদ্দিনের ছেলে।

রাব্বীর ভাগ্নে আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, রোববার ভোর রাতে বাহরাইন থেকে তার মেজ মামা মাসুদ খন্দকার ফোন করে এই খবর জানান।

কর্মস্থলে এক অনুষ্ঠানে রাব্বী

মাসুদ খন্দকারের বরাত দিয়ে আরাফাত বলেন, “মামা ঈদের ছুটিতে তার বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনিসহ তিন জন মারা যান বলে শুনেছি।”

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মাসুদ উল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে যোগাযোগ করেছি। মরদেহ আনা থেকে শুরু করে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সব করব।”

আরাফাত আরও জানান, রাব্বীর বাবা-মা কয়েক বছর আগে মারা গেছেন। সাত ভাই-বোনের মধ্যে রাব্বী দ্বিতীয়। ২০১৭ সালে বাহরাইনে যান তিনি। সেখানে একটি কোম্পানিতে সুপারভাইজারের চাকরি করতেন। এর আগে রাব্বী সিঙ্গাপুর ছিলেন। বাহরাইনে যাওয়ার পর আর দেশে ফেরেননি।