চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2021, 06:19 AM
Updated : 15 May 2021, 06:19 AM

নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, উপজেলার ধানসুড়া এলাকার ধানসুরা-নওগাঁ সড়কে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনায়

হতাহতরা সবাই ধান কাটার শ্রমিক।

নিহতরা হলেন- ভটভটি যাত্রী জাহিদুল (২৩), মো. রেজাউল করিম (৪৫) ও আব্দুল মালেক (৪০)। তাদের বাড়ি গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামে।

ওসি বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ভটভটিতে করে নওগাঁর নিয়ামতপুরে ধান কাটতে যাচ্ছিলেন শ্রমিকেরা।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে ৯ জন আহত হন।

“তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় আহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের নন্দলালপুর গ্রামের তসিকুল (২০), জাহিদুল (২০), তাহারুল (৪০), আব্দুল মান্নান (৫০), বসির (৪০) ও আলাউদ্দীন (২০)।

তাদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।