বাগেরহাটে একজনকে গলাকেটে হত্যা, আটক ৪

বাগেরহাটের মোল্লাহাটে অধিপত্য বিস্তারের জেরে একজনকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2021, 05:59 AM
Updated : 14 May 2021, 06:22 AM

উপজেলার হাড়িদহ গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাফিন মাহমুদ জানান।

নিহত ইউসুফ শেখের (৬৫) বাড়ি ওই গ্রামে।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হাড়িদহ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আবেদ ও রশিদ নামে দুটি পক্ষের বিরোধ চলছিল।

এর জেরে বৃহস্পতিবার রাতে রশিদের সমর্থক স্থানীয় চায়ের দোকানি আল আমিন শেখকে আবেদের অনুসারীরা মারধর করে।

খবর পেয়ে রশিদের লোকজন আবেদের অনুসারী ইউসুফের বাড়িতে গিয়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে।

পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং অভিযান চালিয়ে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বলে জানান সাফিন।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।