বিশ্বনাথের দেওকলস বিদ্যালয় পেল উচ্চ মাধ্যমিকের স্বীকৃতি

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্বীকৃতি পেয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2021, 03:54 PM
Updated : 13 May 2021, 04:29 PM

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো এক পত্রে গত ৬ মে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি জানায়।   

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক-২ শাখার উপ-সচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত ওই নিদের্শনায় বলা হয়, বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করার শর্তে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রীর হাত থেকে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার গ্রহণ

দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, প্রতিষ্ঠানটি ১৯৭২ সাল থেকে সম্পূর্ণ বিনা বেতনে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ দিচ্ছে।

“২০০০ সাল থেকে দেওকলস ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠানটির যাবতীয় ব্যয়ভার বহন করে আসছে।” 

১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেরা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে বলে জানান তিনি।

প্রধান শিক্ষক আরও বলেন, এলাকাবাসী ও সবার সহযোগিতায় দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ওই এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।