ঈদের আগের দিন উত্তরের পথ ফাঁকা

ঈদের আগের দিন টাঙ্গাইলে উত্তরের পথ  ফাঁকা হয়ে গেছে; স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2021, 07:25 AM
Updated : 13 May 2021, 07:26 AM

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে উত্তরবঙ্গের পথে কোথাও ধীরগতি বা যানজট দেখা যায়নি। অন্য দিনের তুলনায় যানবাহনও কম চলাচল করতে দেখা গেছে। গাড়িতে যাত্রীও ছিল কম।

ঈদ যাত্রায় গত কয়েকদিনের টানা চাপ আর যানজটের পর অনেকটা ফাঁকা হয়ে এসেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। ফলে অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের ঘরমুখী মানুষেরা। ছবি: এম এ রাজ্জাক

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, “মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। তবে গত দুই দিন এ সড়কে অতিরিক্ত গাড়ির চাপ ছিল।”

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখলেও বুধবার টাঙ্গাইলের মহাসড়কে অন্যান্য গাড়ির চাপ বাড়ে। তাছাড়া কিছু দূরপাল্লার বাসও নেমে পড়ে সড়কে। বৃহস্পতিবার দূরপাল্লার বাস তেমন দেখা যায়নি বলে পুলিশ সুপার জানিয়েছেন।