বেতন-বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ গাজীপুরে

বেতন, ভাতা ও ঈদবোনাসের দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভসহ এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 01:05 PM
Updated : 12 May 2021, 01:05 PM

বুধবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে লক্ষ্মীপুরায় ‘স্টাইল ক্রাফ্ট’ কারখানায় এই ঘটনা ঘটে।

পরে পাওনাদি পরিশোধের আশ্বাসে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত কয়েকজন শ্রমিক জানান, স্টাইল ক্রাফ্ট পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে এপ্রিল মাসের বেতন, ভাতা ও ঈদবোনাস পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও তা পরিশোধ করেনি। এক পর্যায়ে শ্রমিক অসন্তোষের মুখে তাদের পাওনাদি পরিশোধের তারিখ মঙ্গলবার নির্ধারণ করা হয়। কিন্তু এদিন আংশিক শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়। অন্য শ্রমিকরা বেতন বোনাস না পেয়ে বুধবার সকালে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, বুধবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় এসে অবস্থান নিয়ে তাদের পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

“বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর পর্যন্ত কারখানার সামনে অবস্থান করেন। এক পর্যায়ে তারা কর্তৃপক্ষের সাড়া না পেয়ে দুপুর পৌনে ১টার দিকে কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।”

পরিদর্শক সমীর জানান, অবরোধের কারণে সড়কের উভয়দিকে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের মধ্যস্থতায় আলোচনা শেষে বুধবারের মধ্যে শ্রমিক-কর্মচারীদের পাওনাদি পরিশোধের আশ্বাস দেন কারখানার মালিক।

“শ্রমিকরা তা মেনে নিয়ে দুপুর সোয়া ২টার দিকে সড়কের অবরোধ প্রত্যাহার করেন এবং কারখানার ভিতরে গিয়ে অবস্থান নেন।”

অবরোধ তুলে নেওয়ার পর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

এই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।