খুলনায় অ্যাপের মাধ্যমে সরকারি চাল সংগ্রহ শুরু

খুলনায় ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপ’ এর মাধ্যমে সব উপজেলার মিলারদের কাছ থেকে সরকারি চাল সংগ্রহ শুরু হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 11:47 AM
Updated : 12 May 2021, 11:47 AM

বুধবার দুপুরে নগরীর মহেশ্বরপাশা খাদ্যগুদাম চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দুর্নীতিমুক্ত এবং সহজ উপায়ে ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’ এর মাধ্যমে মিলারদের কাছ থেকে চাল ক্রয়ের ফলে একদিকে যেমন অতি অল্প সময়ের মধ্যে চাল সংগ্রহ করা সম্ভব হবে, অপরদিকে খাদ্যবিভাগ ও মিলারদের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনের মাধ্যমে চাল সংগ্রহ কার্যক্রমে গতি আসবে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এ অঙ্গীকার পূরণের প্রাথমিক শর্তই হচ্ছে স্বচ্ছতা ও দক্ষতার সাথে পরিকল্পনা মাফিক খাদ্যশস্য মজুদ, সংরক্ষণ, বরাদ্দ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান জানান, এ বছর খুলনা জেলায় ১২৬ জন মিলারের কাছ থেকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৫২২ মেট্রিক টন। তারমধ্যে অটো মিলার ১৭ জন এবং ম্যানুয়াল (হাস্কিং) মিলার ১০৯ জন।

এবার প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।