ঈদে বাগেরহাটে ‘দুই লাখ পরিবার পেল ৯ কোটি টাকা’

ঈদকে সামনে রেখে বাগেরহাটে ‘দুই লাখ পরিবারকে নয় কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দিয়েছে সরকার’।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 11:41 AM
Updated : 12 May 2021, 11:41 AM

বাগেরহাট জেলার নয়টি উপজেলার ৭৫টি ইউনিয়নের ভারনারেবল গ্রুপ ফিডিং বা ভিজিএফ কার্ডধারী প্রতিটি পরিবার নগদ সাড়ে চারশ’ টাকা করে এ সহায়তা পেয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বাগেরহাটের জেলা প্রশাসক ফয়জুল হক বলেন, ঈদ উপলক্ষে ভিজিএফ কার্ডধারীদের বাগেরহাটের উপকারভোগী দুই লাখ পরিবার নয় কোটি ৩ লাখ ১৬ হাজার ২০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে আরও অতিরিক্ত পাঁচশ’ পরিবারকে পাঁচশ’ নগদ টাকা করে অর্থ সহায়তা করা হয়েছে।

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, স্বামী পরিত্যক্তা, দিনমজুর, নারী শ্রমিক, ভিক্ষাবৃত্তি, পরিবারে উপার্জনশীল কেউ না থাকা এবং প্রতিবন্দ্বিসহ নানা শ্রেণির উপকারভোগীরা এ সহায়তা পেয়ে থাকেন।

বাগেরহাট সদর উপজেলায় ১৩ হাজার ৫৩২, ফকিরহাটে ১৭ হাজার ৮২৫, কচুয়ায় ৫ হাজার ৫৭৫, মোল্লাহাটে ৬ হাজার ১৪৮, মোরেলগঞ্জে ৫৭ হাজার ১৬৩, রামপালে ৮ হাজার ১৯৯, শরণখোলায় ২২ হাজার ৩৬২, চিতলমারীতে ৬ হাজার ২৯৮ এবং মোংলায় ২১ হাজার ৯৩৪ জন কার্ডধারীকে এই সাহায্য দেওয়া হয়েছে।

দেশ জুড়ে একইভাবে ভারনারেবল গ্রুপ ফিডিং বা ভিজিএফ কার্ডধারীদের সহায়তা দেওয়া হয়েছে।