নরসিংদীর সড়কে প্রাণ গেল চিকিৎসক দম্পতির

ঈদ করতে নরসিংদীর বাড়িতে যাচ্ছিলেন চিকিৎসক দম্পতি; কিন্তু সড়কে এক দুর্ঘটনায় নিহত হয়ে এখন তাদের লাশ যাচ্ছে বাড়িতে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 11:16 AM
Updated : 12 May 2021, 11:16 AM

নিহতরা হলেন জহিরুল হক ও তার স্ত্রী তুহিন। দুজনই ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের চিকিৎসক ছিলেন।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর সৃষ্টিঘর এলাকায় তাদের মাইক্রোবাসের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক খোকনও নিহত হন বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার।

জহিরুল হকের বাড়ি নরসিংদীর মরজাল গ্রামে। ঈদের ছুটিতে তারা মাইক্রোবাসে চড়ে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন।

পুলিশ কর্মকর্তা নূর বলেন, “যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় এর সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে তিনজন মারা যায়।”

ভৈরব থেকে আসা বাসটি আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

এই দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রীও আহত হয়েছেন। তাদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।