খুলনায় ৫০০ কর্মহীনকে খাদ্যসহায়তা জেলা প্রশাসনের

করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনে খুলনায় কর্মহীন হয়ে পড়া ৫০০ জনকে খাদ্যসহায়তা  দিয়েছে জেলা প্রশাসন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 04:13 PM
Updated : 11 May 2021, 04:13 PM

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর শহিদ হাদিস পার্কে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হয়ে পড়েন শ্রমজীবীরা। পরিবারের ব্যয় নির্বাহ করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তারা।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মহীন প্রান্তিক শ্রমজীবীদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সহায়তা হিসেবে প্রত্যেককে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ দেওয়া হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।