নওগাঁয় আমের ফলন ‘স্বাভাবিক’, পাড়া শুরু ২০ মে

নিয়মিত বৃষ্টি শুরু হওয়ায় নওগাঁয় আমের উৎপাদন নিয়ে আর কোনো শঙ্কা নেই কৃষি বিভাগের।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 02:14 PM
Updated : 11 May 2021, 02:14 PM

আগামী ২০ মে গুটি আম পাড়ার মধ্যে দিয়ে এ জেলায় আম পাড়া শুরু হবে বলে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামশুল ওয়াদুদ জানিয়েছেন।

কেমিকেল দিয়ে অপরিপক্ক আম পাকানো রোধে জেলায় জেলায় আম পাড়ার সময়সূচি ঘোষণা করছে প্রশাসন।

সামশুল ওয়াদুদ জানান, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ সিদ্ধান্তে জেলার গাছ থেকে আম পাড়ার সিদ্ধান্ত অনুসারে এ জেলায় গাছ থেকে গুটি আম ২০ মে, গোপালভোগ ও রানিপছন্দ আম ২৭ মে থেকে পাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ক্ষীরসাপাত ও হীমসাগর ২ জুন, নাকফজলী ৪ জুন, লেংড়া ১০ জুন, ফজলী ২০ জুন, আমরুপালী ২২ জুন এবং আশ্বিনা, বারি-৪ ও ঝিনুক আম ৮ জুলাই থেকে পাড়ার সূচি নির্ধারণ করা হয়েছে।

সামশুল আরও বলেন, “সময় বেঁধে দেওয়ার কারণে কোনো অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম ওষুধ দিয়ে পাকিয়ে বাজারজাত করতে পারবে না।

“বেঁধে দেওয়া সময়ে আম স্বাভাবিক নিয়মে পাকবে। ফলে ভোক্তারা পরিপক্ক ও সুস্বাদু আম বাজারে পাবেন।”

অনাবৃষ্টি, খরা ও রোগ বালাইয়ে সামান্য কিছু আমের ক্ষতি হলেও বৃষ্টি শুরু হওয়ায় বাগানগুলোতে আম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গত বছরের চেয়ে এ বছর ৫০ হাজার মেট্রিক টন আম বেশি উৎপাদন হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

এ বছর জেলার বরেন্দ্র এলাকা সাপাহার, পোরশা, নিয়ামতপুর, পত্নীতলাসহ ১১ উপজেলায় প্রায় সাড়ে ২৭ হাজার হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এসব বাগান থেকে সাড়ে ৩ লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।