কোভিড-১৯: খুলনায় টিকার দ্বিতীয় ডোজ ঘাটতি ৬০ হাজার

খুলনা জেলায় করোনাভাইরাসের ৬০ হাজার টিকার দ্বিতীয় ডোজ ঘাটতি রয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 01:02 PM
Updated : 11 May 2021, 01:02 PM

যারা এসএমএস নিয়ে টিকাদান কেন্দ্রে যাচ্ছেন শুধু তারাই দ্বিতীয় ডোজ পাচ্ছেন। অনেকের দ্বিতীয় ডোজের সময় হলেও এসএমএস পাচ্ছেন না। তারা কেন্দ্র থেকে ফিরে যেতে হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, জেলায় দ্বিতীয় ডোজের টিকা নিতে পারেননি প্রথম ডোজ নেওয়া ৬০ হাজার মানুষ। বর্তমানে দ্বিতীয় ডোজের মাত্র ২-৩ দিনের টিকা মজুদ রয়েছে।

মঙ্গলবার নগরীর কয়েকটি হাসপাতালে গিয়ে দেখা গেছে, অনেকের দ্বিতীয় ডোজের নির্ধারিত সময় হলেও এসএমএস পাননি। ফলে তারা টিকা নিতে পারেননি।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, বর্তমানে খুলনা বিভাগে আড়াই লাখ দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি রয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা নগরসহ জেলায় দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৮ হাজার মানুষ। বর্তমানে প্রায় ৬০ হাজার ডোজ টিকার ঘাটতি রয়েছে।

তিনি বলেন, বর্তমানে যে টিকা রয়েছে ঈদের পর তা মাত্র ২-৩ দিন দেওয়া যাবে। নতুন করে টিকা না আসা পর্যন্ত আর কাউকে দেওয়া সম্ভব হবে না।

দেশে বর্তমান মজুদে দ্বিতীয় ডোজের ১৫ লাখ টিকার ঘাটতি রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।