ভৈরবে দূরপাল্লার ১৩ বাস আটক, মামলা দায়ের

করোনাভাইরাস মহামারীতে নিষেধাজ্ঞার মধ্যে দূরপাল্লার গাড়ি চালানোর অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে ১৩টি বাস আটক ও চালকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 11:34 AM
Updated : 11 May 2021, 11:34 AM

মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, করোনাভাইরাসের কারণে সারাদেশে লকডাউন চলাকালে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নাভা পরিবহন, বিশাল পরিবহন, রিমা পরিবহন, শুভযাত্রা পরিবহন, যমুনা পরিবহন, গোলাপ পরিবহন ও জিহাদ পরিবহনের বাসগুলি সিলেট, হবিগঞ্জ ও ভৈরব থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাওয়ার পথে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটক বাসগুলি ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাস চালু করে যাত্রী পরিবহনের অভিযোগে এই বাস চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।