‘বোমা তৈরির সময় বিস্ফোরণে’ ইউপি সদস্য নিহত

যশোরের ঝিকরগাছায় বোমা তৈরির সময় বিস্ফোরণে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 07:32 AM
Updated : 11 May 2021, 07:32 AM

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল আলম ওই এলাকার আব্দুল ওহাবের ছেলে এবং পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

তার বিরুদ্ধে ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বাড়ির পাশে বাগানে বোমা তৈরির সময় বিস্ফোরণে লিটনের দুই হাত ও শরীর ক্ষতিগ্রস্থ হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

“সেখানে লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

লিটনের মরদেহ বাড়ি নিয়ে আসার পর খবর পায় পুলিশ। পরে বাড়ি থেকে লিটনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।