ফেনীতে দুর্ঘটনায় অটোরিকশা চুরমার, যুবক নিহত

ফেনীর দাগনভূঞায় কার্গোভ্যানের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে এক যুবক নিহত হয়েছেন; আহত হন আরও চার জন।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2021, 04:14 PM
Updated : 10 May 2021, 04:14 PM

সোমবার বিকালে ফেনী-সোনাইমুড়ি সড়কে দাগনভূঞা উপজেলার রাজপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তারিকুল ইসলাম সম্রাট (২৬) রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া পাটোয়ারী বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে। নিহত স¤্রাট ওষুধ কোম্পানী ডিসেন্ট ফার্মতে কমর্রত ছিলেন।

আহত অটোরিকশা চালক দাগনভূঞার মো. সাব্বির (২৭), যাত্রী দাগনভূঞার মারহাজান বেগম (৫০), নোয়াখালীর সেনবাগের মো. আইয়ুব আলী (৪৫) ও সেনবাগের রহিমা খাতুনকে (৫৫) ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাগনভূঞা থানার কোরেশমুন্সী পুলিশ ফাঁসির এসআই মোজাম্মেল হক জানান, রাজপুরে কোরেশমুন্সী থেকে ফেনীমুখী যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি কার্গোভ্যানের সংঘর্ষ হয়।

“এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তারিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।