রাজশাহী আওয়ামী লীগ সভাপতি মারা গেছেন

রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ মেরাজ উদ্দীন মোল্লা আর নেই।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 07:05 PM
Updated : 9 May 2021, 08:05 PM

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন এই নেতা ৭৫ বছর বয়সে রোববার রাত পৌনে ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে জালাল মোল্লা জানান, তার বাবার ফুসফুসে পানি জমায় শ্বাসকষ্টে ভূগছিলেন। অসুস্থ হলে প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়।

“ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে আসছিল। কিন্তু রোববার রাতে হঠাৎ তার নিম্ন রক্তচাপ দেখা দেয়। হঠাৎ করেই রাত পৌনে ১০টায় তিনি মারা যান।”

তিনি আরও জানান, শ্বাসকষ্ট থাকায় করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল; ফলাফল নেগেটিভ এসেছিল।

মেরাজ উদ্দিন রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এক বছর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এর আগে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রীর শোক

রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি মেরাজ উদ্দীন মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এক শোক বার্তায় প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

মেরাজ উদ্দীন মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের সাংসদ মনসুর রহমান।