মাগুরায় ভারতফেরত ৪৮ জন কোয়ারেন্টিনে

মাগুরায় ভারতফেরত ৫০ বাংলাদেশির মধ্যে ৪৮ জনকে কোয়ারেন্টিনে এবং দুই জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 12:35 PM
Updated : 9 May 2021, 12:35 PM

শনিবার সন্ধ্যায় তারা বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন বলে মাগুরা সিভিল সার্জন অফিসের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান।

জিল্লুর রহমান বলেন, শনিবার রাতে ৫০ বাংলাদেশি ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে বেনাপোল আসেন। তারা মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।

“রাতেই বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি বাসে করে বিশেষ ব্যবস্থায় তাদের প্রশাসনের মাধ্যমে মাগুরা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেছে।”

তিনি জানান, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে ৫০ জনের মধ্যে ২০ জনকে শহরের ঢাকা রোডে সৈকত হোটেলে ও ২৮ জনকে পার্শ্ববর্তী ঈগল হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। এখানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে এই ৪৮ জন বাড়ি ফিরবেন।

“এছাড়া প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় বাকি দুইজনের শরীরিক অবস্থা রাখাপ হওয়ায় তাদেরকে মাগুরা হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে।”