তিনটি ইয়াবা, দুই বোতল মদ পেয়ে তিন গ্রামবাসীকে আটক

নেত্রকোণার ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত এলাকায় তিনটি ইয়াবা আর দুই বোতল মদ পেয়ে তিন গ্রামবাসীকে আটক করেছে বিজিবি।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 05:41 PM
Updated : 8 May 2021, 05:41 PM

শনিবার সন্ধ্যায় ওই তিনজনকে আটক করার খবর জানান নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) উপ-অধিনায়ক নূরুদ্দীন মাকসুদ।

আটকরা হচ্ছেন, উপজেলার ভারত সীমান্ত লাগোয়া বাঐপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৩), রহমত আলীর ছেলে মো. আওয়াল (২৪) এবং শশারপাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭)।

উপ-অধিনায়ক নূরুদ্দীন মাকসুদ জানান, দুপুর দেড়টার দিকে দূর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপিতে কর্মরত হাবিলদার শহিদুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল সীমান্তে টহল দিচ্ছিল।

এ সময় ১১৫০ সীমান্ত  পিলার থেকে বাংলাদেশের প্রায় সোয়া কিলোমিটার অভ্যন্তরে শশারপাড় গ্রামে সন্দেহ হওয়ায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে ভারতীয় তিন পিস ইয়াবা এবং দুই বোতল মদ জব্দ করা হয় বলে জানান তিনি।

দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, রাত পৌনে ১০ টার দিকে বিজিবি তিনজনকে থানায় হস্তান্তর করেছে।

বিজিবির হাবিলদার শহীদুর রহমান বাদী হয়ে থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

মামলায় আটকদের কাছে তিনটি ইয়াবা এবং দুই বোতল মদ পাওয়ার কথা বলা হয়েছে। তবে তিনজনের কার কাছ থেকে ইয়াবা, মদ তল্লাশিতে উদ্ধার হয়েছে তা বলা হয়নি বলে জানান তিনি।