নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ব্যাংকার নিহত

নীলফামারী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক ব্যাংকার নিহত হয়েছেন। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 01:12 PM
Updated : 8 May 2021, 01:12 PM

সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউফ জানান, শনিবার বেলা আড়াইটার দিকে খেতারডাঙ্গা এলাকায় তিনি নিহত হন।

নিহত আতিকুর রহমান (৩০) দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ইসলামী ব্যাংকে জুনিয়র কর্মকর্তা ছিলেন। নীলফামারী সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া ভাঙ্গামাল্লি গ্রামের হাফিজুর রহমানের ছেলে তিনি।

নীলফামারী থানার এসআই মো. ওয়াহেদ আলী প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, হেলমেট ছাড়াই দ্রুতগতিতে মটসাইকেলে চালাচ্ছিলেন আতিকুর রহমান। হালিবাসা থেকে চওড়াবাজারগ্রামী একটি ট্রাক মটরসাইকেলের মুখোমুখি হয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। ট্রাকের পেছনের চাকায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আতিকুর বাজার মটরসাইকেলে করে বাজার করতে যাচ্ছিলেন বলে তার বড় ভাই ছদরুল ইসলাম ভুট্টু জানিয়েছেন।

তিনি বলেন, ৪০ দিন আগে তার বাবা মারা গেছেন। শনিবার বিকালে বাড়িতে মিলাদ আয়োজনের জন্য বাজার করতে যাচ্ছিলেন আতিকুর।

“কিছুক্ষণ পর বাড়িতে খবর আসে ট্রাকের নিচে পড়ে আতিকুর মারা গেছে।”

আতিকুর ইসলামী ব্যাংক দিনাজপুরের খানসামা উপজেলা শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন বলে তিনি জানান।

ওসি রউফ বলেন, ট্রাকসহ চালক আব্দুর রশিদকে (৫৫) আটক করেছে পুলিশ। চালকের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়। তবে নিহতের পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি।