খাগড়াছড়িতে রোলারে চাপা পড়ে শ্রমিক নিহত

খাগড়াছড়িতে সড়কে পিচ ঢালাইয়ের সময় রোলারের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 12:51 PM
Updated : 8 May 2021, 12:56 PM

শনিবার দুপুরে জেলা শহরের সার্কিট হাউজ সড়কে এ দুর্ঘটনায় আরও এক শ্রমিক আহত হন বলে জানিয়েছে পুলিশ।

নিহত জাফর আলী (৬০) পৌরসভার সবুজবাগ এলাকার বশির উদ্দিনের ছেলে।

আহত শ্রমিক পার্বত আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, ইউজিপ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভার গেইট থেকে ভাঙ্গাব্রিজ পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও ডাবল লেইনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে।

“সার্কিট হাউজ সড়কের ঢালু অংশে পিচ ঢলাই চলাকালীন হঠাৎ রোলারের নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের চাপা দেয়।”

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাফর আলীকে মৃত্যু বলে ঘোষণা করে।  আহত পার্বত আলীকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের কেউ মামলা করলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি রশিদ।

তবে কেন রোলারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে, সড়কের এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান সেলিম অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. সেলিমের বক্তব্য পাওয়া যায়নি।