পাবনায় জাকাত নিতে গিয়ে ‘পূর্ববিরোধের জেরে’ নারী ভিক্ষুক খুন

পাবনায় জাকাতের কাপড় নিতে গিয়ে দুই ভিক্ষুকের ‘পূর্ববিরোধের জেরে’ এক নারী ভিক্ষুক খুন হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 12:51 PM
Updated : 8 May 2021, 12:51 PM

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শনিবার সকালে পাবনা শহরের দিলালপুরে তিনি খুন হন।

নিহত আহ্লাদি খাতুন (৪৫) শহরের অনন্ত বাজার এলাকায় দ্বীপচরে ভাড়া বাসায় থাকতেন।

আসমা খাতুন নামে এক ভিক্ষুক বলেন, ঈদ উপলক্ষে সকালে বড়বাজার সংলগ্ন পানির ট্যাংক এলাকায় একটি বাড়ির সামনে কয়েকজন ভিক্ষুক জাকাতের কাপড় নেওয়ার জন্য জড়ো হন। এ সময় আহ্লাদির সঙ্গে আরেক নারী ভিক্ষুকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উপস্থিত মধ্যবয়সী এক পুরুষ ভিক্ষুক আহ্লাদিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত।

পুলিশ কর্মকর্তা মাসুদ আলম বলেন, শবেবরাতের রাতে দুই নারী ভিক্ষুকের কথাকাটাকাটি হয়েছিল।

“ধারণা করা হচ্ছে সেই থেকে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।”

ঘটনাস্থলের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতককে চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি নাসিম আহমেদ।